বিএনপির মিছিলে ককটেল হামলা, আ. লীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম

পিরোজপুর জেলার ম্যাপ। ফাইল ছবি

পিরোজপুর জেলার ম্যাপ। ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে উপজেলা বিএনপি। আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জাতীয়তাবাদী তাঁতি দলের নেতা মো. কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন। 

মামলার এজাহারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল শিকদারসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং ৫০ জন অজ্ঞাত রাখা হয়েছে। 

জানা যায়, গত সোমবার বিকালে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপির সমর্থকরা। 

উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল। 

এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টু শব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে।’

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ‘নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এছাড়াও ৫০ জনের নাম অজ্ঞাত রয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh