মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো সন্ত্রাসীর পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

মোহাম্মদপুর আল্লাহ করীম মসজিদের সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছেন আসিফ আহমেদ।

মোহাম্মদপুর আল্লাহ করীম মসজিদের সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছেন আসিফ আহমেদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে গত জুলাই ও আগস্টে ঢাকার যেসব এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়, তার মধ্যে অন্যতম মোহাম্মদপুর।

বিশেষ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা সড়কজুড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। তখন সরকারি বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় প্রকাশ্যে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করেন তারা।

এবার এমনি একজন অস্ত্রধারীর পরিচয় মিলেছে। তিনি হলেন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ। তার আরেক পরিচয় হচ্ছে তিনি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাতিজা।

জানা যায়, গত আগস্টে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নির্বিচারে গুলি চালান কাউন্সিলর আসিফ। আন্দোলনের এক পর্যায়ে মোহাম্মদপুর আল্লাহ করীম মসজিদের সিঁড়িতে বসে বিশ্রাম নিতে দেখা যায় তাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh