রামুতে ৫ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

বিজিবির অভিযানে উদ্ধারকৃত আইস। ছবি: কক্সবাজার প্রতিনিধি

বিজিবির অভিযানে উদ্ধারকৃত আইস। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে এই অভিযান চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

যার ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল দুরুমখালি ব্রিজের দক্ষিণ পাশে গোরস্থান রোড নামক স্থানে টহলরত অবস্থায় একটি সন্দেহজনক ইজিবাইক থামানোর সংকেত দেওয়া হয়। এসময় ইজিবাইকের যাত্রী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

উদ্ধার ক্রিস্টাল মেথ আইস যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh