শেয়ারবাজারে বড় পতন, মূলধন কমলো ১ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

শেয়ারবাজারের ষাঁড় ও ভাল্লুক। প্রতীকী ছবি

শেয়ারবাজারের ষাঁড় ও ভাল্লুক। প্রতীকী ছবি

টানা ছয় দিনের দরপতনে পুঁজিবাজারের মূলধন কমেছে এক লাখ কোটি টাকার বেশি। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। শেয়ারদর বাড়তে থাকার পর মুনাফার আশায় বিনিয়োগ করে এখন আটকে গেছেন তারা।

২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দরপতনের মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার শুরুতে উঠানামার মধ্য দিয়ে গিয়ে বেলা ১২টার পর সূচক ছিল ইতিবাচক। আগের কয়েকদিনের মতই পতন হয় শেষ বেলায়।

শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের মতই ৪৯ পয়েন্ট হারিয়ে শেষ হয় লেনদেন।

তালিকাভুক্ত ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর হারিয়েছে ৩০৭টির, বিপরীতে বেড়েছে ৬৭ টির ও আগের দরে লেনদেন হয় ২৫টির কোম্পানির শেয়ার।

ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, পতনের শীর্ষ তালিকায় থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ৮ সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধের ঘোষণা দেওয়া এস কে ট্রিমসও সার্কিট ব্রেকার ছুঁয়ে দর হারিয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, হামি ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইলস ও পিপলস ইন্স্যুরেন্স ছিল দর পতনের শীর্ষ দশে।

এসব কোম্পানির শেয়ারদর ৬.০২ শতাংশ থেকে ৭.২৭ শতাংশ পর্যন্ত কমেছে।

ডিএসইর প্রধান সূচকের সঙ্গে শরিয়া সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে হয় ১ হাজার ২১৫ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট হারিয়ে অবস্থান নেয় ২ হাজার ৯২ পয়েন্টে।

একক কোম্পানি হিসেবে ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে লোকসানি কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের। সার্কিট ব্রেকার ছুঁয়ে লেনদেন শেষ করেছে আরও দুই কোম্পানি বিকন ফার্মা, এনভয় টেক্সটাইল ও ন্যাশনাল টি কোম্পানি।

দেশবন্ধু পলিমার, লোকসানি শ্যামপুর সুগার, লিবরা ইনফিউশন, নিউলাইন ক্লদিং, এনআরবি ব্যাংক ও সিভিও পেট্রোক্যামিকেলস ছিল দর বৃদ্ধির শীর্ষ দশে। এসব কোম্পানির শেয়ারদর ৫.৮৫ শতাংশ থেকে ৮.৩৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। 

সোমবারের বাজার পর্যালোচনা

আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৯ পয়েন্টে।

ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬.২৭ পয়েন্ট কমে ১ হাজার ২১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের সোমবার ডিএসইর সূচক কমেছে ২৬ পয়েন্ট, মঙ্গলবার ১৮ পয়েন্ট, বুধবার ৪৬ পয়েন্ট, বৃহস্পতিবার ১০ পয়েন্ট এবং গতকাল রোববার ৪৯ পয়েন্ট কমেছে। অর্থাৎ গত ৬ কর্মদিবসের টানা পতনে সূচক কমেছে ২০০ পয়েন্ট।

এদিন সোমবার ডিএসইতে ৬২১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৫৭ কোটি ৪৬ লাখ টাকার বা ৮.৪৬ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৭টির বা ১৬.৭৯ শতাংশের, কমেছে ৩০৭টির বা ৭৬.৯৪ শতাংশের এবং পরিবর্তন হয়নি ২৫টির বা ৬.২৭ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৭০টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ৬৫ পয়েন্টে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh