মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
মানিকগঞ্জ জেলার মানচিত্র। ফাইল ছবি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ও ছাত্রলীগ নেতা হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাথরাইল ও জয়রা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম (৪৮) সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং হৃদয় (২৭) জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সকালে আসামিরা একে-৪৭ রাইফেল, শর্ট গান পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মানিকগঞ্জ খালপাড় মোড়ে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সফল করার জন্য জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিএনপির জেলা কার্যালয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।