গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, শিশুসহ বাবা-মা দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শুক্রাবাদের একটি গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন টোটন (৩৫ ), তার স্ত্রী নিপা (৩০) ও ছেলে বায়জিদ (৩)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ ও শিশু বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়।

দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করা হয়েছে।

দগ্ধ টোটন বলেন, ভোররাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়েছিলাম। গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে আমরা দগ্ধ হই। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে আসে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh