বিনোদন রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০২:৫০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
কুসুম শিকদার। ছবি: সংগৃহীত
২২ বছর আগে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক’ প্রতিযোগিতায় ১১ অক্টোবর ভাগ্য বদলে যায় জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের। ২০০২ সালের সে দিনে ‘নতুন জীবন’ পেয়েছিলেন অভিনেত্রী। ২২ বছর পর সেই একই তারিখে আবার নতুন যাত্রা শুরু হলো তার।
গতকাল ১১ অক্টোবর মুক্তি পেয়েছে কুসুমের সিনেমা ‘শরতের জবা’। এ সিনেমার মধ্য দিয়ে নতুন পরিচয় যুক্ত হয়েছে তার। কেবল অভিনেত্রী নন, তিনি একাধারে শরতের জবার পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
আগের স্মৃতি টেনে কুসুম বলেন, ২০০২ সালের ১১ অক্টোবর আগে আমাকে নতুন জীবন দিয়েছিল। দিনটি আমি কখনোই ভুলতে পারি না। ২২ বছর পর ১১ অক্টোবরে আমার আবার নতুন জন্ম হলো। এ দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
প্রথম দিনে দর্শকের কাছে সিনেমাটির জন্য কেমন সাড়া পেলেন? অভিনেত্রীর ভাষ্য, ‘প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিওতে দেখেছি দর্শক ‘শরতের জবা’ সিনেমার পার্ট-২ দেখতে চায়। এটি আমার জন্য অনেক আনন্দের বলতে পারি।’
কুসুমকে এর আগে দেখা যায় ‘শঙ্খচিল’ সিনেমায়। সেটা আট বছর আগে। সেই সিনেমায় অভিনয় করে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যে কারণে এবারের সিনেমাটিও তাকে নানা দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।