স্থিরচিত্র

মনসুর হেলাল

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এই রাত দীর্ঘ নয়

তবু দীর্ঘায়িত হয় তোমার ছায়ায়। 

ক্ষয়িষ্ণু স্মৃতির ভাঁজে ধুন্ধুমার বেজে ওঠে 

বোধের নূপুর। 

এই রাত মৌনতার নয়

নিস্পৃহ শয্যারও নয়

কোনো এক কালোত্তীর্ণ শিল্পের মতো 

ব্যাপকতা নিয়ে এই রাত অনিমেষ 

তোমাকে দেখার। 

তোমাকে দেখার মানে প্রাকৃতিক চারুকলা

নৃতত্ত্বের নান্দনিক প্রবহকে দেখা

ধিকৃত অন্ধতা আর গ্লানির বিরুদ্ধে 

কোমল ধিক্কার। 

এই রাত কুসুমিত নয়

তবু বিচ্ছুরিত হয় তোমার প্রভায়

স্থিরজলে সুদূরের গ্রহণ দেখার মতো 

এই রাত নির্ণিমেষ তোমাকে দেখার।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh