স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ এএম
ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
বড় স্বপ্ন নিয়ে ভারতের বিমানে উঠেছিল বাংলাদেশ দল। কিন্তু টেস্ট এবং টি-টোয়েন্টি দুই ফরমেটেই হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে সাকিব-মাহমুদউল্লাহরা। এ ছাড়া কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি টাইগাররা। অবশেষে ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে শান্ত বাহিনী।
গতকাল রবিবার (১৩ অক্টোবর) রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন।
মূলত, হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এ ছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিলো মাহমুদউল্লাহ-রিশাদরা। তবে পুরো সিরিজ জুড়েই টাইগারদের হতাশায় ডুবিয়ে ভারতের তরুণ ক্রিকেটাররা।
তিন ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তৃতীয় ম্যাচে টাইগারদের ১৩৩ রানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।