আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিতে অস্ট্রেলিয়াকে অনুরোধ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

জামায়াতের আমির এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত নার্দিয়া সিম্পসন। ছবি: সংগৃহীত

জামায়াতের আমির এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত নার্দিয়া সিম্পসন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। আর বিষয়ে তারাও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।  

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত নার্দিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির।

বৈঠক শেষে জামায়াত আমির বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে অস্ট্রেলিয়ার ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। স্কিল ডেভলপমেন্টে সহায়তা চাওয়া হয়েছে। দুই দেশ একত্রে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, দীর্ঘ সাড়ে ১৩ বছর পর জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে।

এ সময় অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকারসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh