শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

শমী কায়সার। ছবি: সংগৃহীত

শমী কায়সার। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার বাদী রেজোয়ান কবির বলেছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় শমী কায়সার জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেছেন। গত ১৬ বছর বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচারও চালিয়েছেন তিনি।

রেজোয়ান কবির আরও বলেন, এ অভিনেত্রী সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে বিভ্রান্ত করেছেন। তাই আমি আমার নৈতিকতার জায়গা থেকে বিচার চাই শমী কায়সারের। তিনি যেন মিথ্যার জন্য শাস্তি পান। এ জন্যই তার বিরুদ্ধে মামলা করেছি।

এদিকে মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের মাধ্যমে জাতিকে বিভক্ত করেছেন অভিনেত্রী শমী কায়সার। এ জন্য বাদী একশ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে তার বিরুদ্ধে মামলা করেছেন।

এ আইনজীবী আরও জানান, মামলাটি এখন তদন্তের জন্য আদালত ঝিনাইদহের পিবিআইকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে কথাবার্তা বলার ক্ষেত্রে শমী কায়সারকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh