মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। ছবি: প্রতিনিধি
১৪ জন জিপিএ ৫সহ শতভাগ পাশ করেছেন আলিম পরীক্ষায় অংশ নেওয়া মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে এ বছরের ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে তুলে ধরেছে। ৭০ বছরের ইতিহাসে উল্লেখযোগ্য সংখ্যক আলেম তৈরির পাশাপাশি সাধারণ শিক্ষায়ও সফলতা অর্জন করেছে।
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান বলেন, এ বছর আলিম পরীক্ষার সাফল্য শিক্ষকদের পরিকল্পনা মাফিক পাঠদান এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফসল। তিনি মাদ্রাসার এ সফলতার জন্য গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অধ্যক্ষ আরও বলেন, আমাদের মাদ্রাসায় আতফাল (শিশু) শ্রেণি থেকে কামিল পর্যন্ত পরিকল্পনা মাফিক পাঠদান করানো হয়। সকল শ্রেণিতে কুরআন ও আরবি ভাষার জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা। বিশেষ করে ইবতেদায়ি শ্রেণিতে নূরানী পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করা হয়। মাদ্রাসায় হিফজ বিভাগ ও মনোরম পরিবেশের পাশাপাশি আবাসিক ব্যবস্থা রয়েছে।
দুটি ক্যাম্পাসে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হয়। টাউন ক্যাম্পাসে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত এবং হিজুলী ক্যাম্পাসে দাখিল ৯ম শ্রেণি থেকে কামিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। এ মাদ্রাসায় বিজ্ঞানাগার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে।
জিপিএ ৫ পেয়েছেন- কবিতা আক্তার (বিজ্ঞান বিভাগ), আমেনা আক্তার, ফাতেমা বুশরা, সাথী আক্তার, মো. নাফিউল ইসলাম, মো. আল মাহমুদ রাহাত, মো. জোবায়ের হোসাইন নাঈম (মানবিক বিভাগ), জান্নাতুল ফেরদৌসী, সামিয়া রহমান আয়শা, জান্নাতুল ফেরদৌস, আবদুল্লাহ আল মান্নান, মো. মনজুরুল ইসলাম, মো. রাঈসুল ইসলাম তাসনীম ও মো. ইমরান হাসান।