খাঁচার পাখিটি

সমর চক্রবর্তী

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খাঁচার পাখিটি

অন্ধ গায়কের বেদনায়

ডানা মুড়ে

চুপচাপ 

বসে আছে 

খাঁচায় পাখিটি। 


বৃত্তাকারে ঝুলে আছে জীবন

শরীরে স্বপ্নের শীর্ণ ছায়া

নৈঃশব্দ্য ডিঙিয়ে যেতে যেতে

ঠোঁট থেকে তার

গানগুলো উড়ে গ্যাছে অতীত প্রান্তরে


চোখ থেকে মুছে গ্যাছে 

সমস্ত মুক্তির আকাশ

তবু দু'চোখে তার অরণ্য-প্রন্তরের ছবি!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh