পরবর্তী ‘গন্তব্য’ জানেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:০৮ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১০:০৯ পিএম

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে নাটকীয়তার শেষ নেই। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিসিবির সবুজ সংকেত পেয়েই দেশে ফিরছিলেন তিনি। তবে মাঝপথে দুবাইয়ে ট্রানজিট নেওয়ার সময় জানতে পারেন নিরাপত্তার শঙ্কায় তার দেশে আসা এখন ঠিক হবে না। ‘মিরপুর ছাত্র জনতার’ ব্যানারে তার বিরুদ্ধে বিক্ষোভ চলায় তার আর দেশে আসা হচ্ছে না।

দেশে না আসার বিষয়টি নিজেও স্বীকার করেছেন সাকিব। তাহলে কোথায় যাবেন এখন তিনি? এমনটা জানতে চাওয়া হলে নির্বাক সাকিব। কোথায় যাবেন তা বলতে পারেন না তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এমনটি জানিয়েছেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।

তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই, আমার পরের গন্তব্য কোথায়। তবে অনেকটাই নিশ্চিত যে আমি আর দেশে যাচ্ছি না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দল থেকে সাকিবকে বাদ দিতে আজ দুপুরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। বিক্ষোভের সময় তাদের হাতে  ছিল ‘নো এন্ট্রি সাকিব’,  ‘সাকিব তুমি মিরপুরের ক্রিকেট পিচ চিনতে পারো। কিন্তু আমরা মিরপুরের রাজপথ চিনে বড় হইছি’,  ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাইরে’ প্ল্যাকার্ড। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরাবর স্মারকলিপিও দেন ‘মিরপুর ছাত্র জনতার’ ব্যানারে বিক্ষোভ করা বিক্ষোভকারীরা। টেস্ট থেকে তাকে বাদ না দিলে কঠোর হুঁশিয়ারি দেওয়ার ঘোষণাও দেন তারা।

এর আগে সাকিবের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলে গতকাল তাকে ১৫ সদস্যের দলে রাখে বিসিবি। তার মতো কিংবদন্তিকে ঘরের মাঠ মিরপুরে বিদায় দিতে পারাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছিলেন নির্বাচক হান্নান সরকার। কিন্তু একদিনের ব্যবধানে সবকিছু পাল্টে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh