অ্যাম্বুলেন্স আছে নেই চালক, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পিএম

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।  ছবি:ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি:ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাম্বুলেন্স আছে ৩টা, ২টা অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। মাত্র ১টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক নেই অনেক দিন ধরে। 

এমনই বেহাল দশা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। যার কারণে প্রায় অনেকদিন ধরে জরুরী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার রোগীরা। 

জানা যায়, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আধুনিক সুযোগ সুবিধাসহ পর্যায়ক্রমে ৩টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। তবে স্বাস্থ্য বিভাগের দেওয়া ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে যান্ত্রিক ক্রটির কারণে ২টি অ্যাম্বুলেন্স অনেক আগেই অচল হয়ে গ্যারেজ বন্দী হয়ে আছে। বাকী ১টি সচল থাকলেও চালকের অভাবে অনেক দিন ধরে সেটিও অচল হয়ে পড়ে আছে। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন বরকুত উল্লাহ জানান, সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে বিকল্প ব্যবস্থায় কয়েকগুন বেশি টাকা ভাড়া দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বাইরের হাসপাতালে নিয়ে যেতে হয়। তাই দুর্ভোগ কমাতে দ্রুত অ্যাম্বুলেন্সের চালক দেওয়ার দাবি জানান কালীগঞ্জ উপজেলার জনগণ।

এ ব্যাপারে কারীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শিশির কুমার ছানা বলেন, হাসপাতালে যে অ্যাম্বুলেন্সের চালক ছিল স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে তাকে শৈলকুপা হাসপাতালে বদলি করা হয়েছে। এখন চালক নিয়োগের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন চালক পদায়ন হয়নি। তবে আশা করছি দ্রুত সময়ে শূন্যপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক পদায়ন হবে। তখন উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি পাবে যোগ করেন এ কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh