নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৬ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পিএম
প্রতীকী ছবি।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশের আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিলো। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর।