ইমার্জিং টিম এশিয়া কাপ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম
আবু হায়দার রনি ম্যাচের পাল্লা নিজেদের দিকে নিয়ে এলেও সফল হতে পারেননি। ছবি: সংগৃহীত
ইমার্জিং টিম এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লো বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের কাছে হারের পর বাঁচা-মরার ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররা। আর দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
এদিন শ্রীলঙ্কার দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। প্রথম তিন ওভারে দুজনে যোগ করেন ৩৮ রান। তবে চতুর্থ ওভারে ২৪ রানে ইমন ফিরলে ধাক্কা খায় টাইগাররা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষদিকে আবু হায়দার রনি ম্যাচের পাল্লা নিজেদের দিকে নিয়ে এলেও সফল হতে পারেননি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে টাইগাররা। ৩৮ রানে অপরাজিত থাকেন রনি। তাতে ১৯ রানের জয়ে এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট কাটে লঙ্কানরা।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলার চেষ্টা করে শ্রীলঙ্কা। ৫ ওভারে ৪০ রান তোলার পর তাদের প্রথম ধাক্কা দেন টাইগার স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। যশোধা লঙ্কাকে (২৩) বিদায় করে তিনি উদ্বোধনী জুটি ভাঙেন। আরেক ওপেনার লাহিরু উদারাকে ৩৫ রানে ফেরান রেজাউর রহমান রাজা।
শেষদিকে পবন রত্ননায়েক (৪২) এবং সাহান আরাচিগের (৩০) ক্যামিওতে লড়াকু পুঁজি পেয়ে যায় লঙ্কানরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রাজা ও রিপন মন্ডল। এ ছাড়া মাহফুজ রাব্বি ও সাইফ হাসান একটি করে উইকেট নিয়েছেন।