শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম
যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া। ছবি- শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি টালকি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা উসমান গনির ছেলে।
২০১৮ সালে ৮ আগস্ট নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর বাজারে সহিংসতার ঘটনায় এস এম হেলাল উদ্দিন (৬০) বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ১৯ অক্টোবর নকলা থানায় মামলাটি রুজু করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২ জন আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
টালকি ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আজ দুপুরে নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রুবেল মিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।