অমল বিশ্বাস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:২১ এএম
প্রতীকী ছবি
অভাবে নষ্ট হচ্ছি পেট রুদ্ধ ক’রে কতক্ষণ ভালো থাকা যায়!
রাত্রিতে বের হচ্ছি রাজপথ থেকে গলির অভিমুখে
দুধভরতি রমণীর দুধ চুষে খাচ্ছি চুষে খাচ্ছি রাস্তায় বে-ওয়ারিশ কুত্তার দুধ
ওরা কিছু বলছে না, সাপ থেকে শুরু ক’রে কাক-শকুনের ডিম খাচ্ছি
ওদের ভেতরে তখন দীর্ঘশ্বাস! অথচ কী অদ্ভুত কাণ্ড,
ভিক্ষে চাইতে গেলে ধনকুবেরের দল লাথি মেরে ছুড়ে ফেলছে
থালা বলছে- কাজ করে খা