খিদেয় লাশের মুখ

অমল বিশ্বাস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:২১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অভাবে নষ্ট হচ্ছি পেট রুদ্ধ ক’রে কতক্ষণ ভালো থাকা যায়!
রাত্রিতে বের হচ্ছি রাজপথ থেকে গলির অভিমুখে
দুধভরতি রমণীর দুধ চুষে খাচ্ছি চুষে খাচ্ছি রাস্তায় বে-ওয়ারিশ কুত্তার দুধ

ওরা কিছু বলছে না, সাপ থেকে শুরু ক’রে কাক-শকুনের ডিম খাচ্ছি
ওদের ভেতরে তখন দীর্ঘশ্বাস! অথচ কী অদ্ভুত কাণ্ড,
ভিক্ষে চাইতে গেলে ধনকুবেরের দল লাথি মেরে ছুড়ে ফেলছে
থালা বলছে- কাজ করে খা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh