বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম
কণ্ঠশিল্পী সালমা। ছবি: সংগৃহীত
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ২০১১ সালে পারিবারিকভাবে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। কিন্তু সে বিয়ে টেকেনি। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে শিবলী সাদিকের সঙ্গে বিচ্ছেদ হয় সালমার। তাদের সংসারে কন্যা সন্তান রয়েছে নাম স্নেহা।
পরবর্তীতে সালমা পারিবারিকভাবে ফের বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমা তার সাবেক স্বামীকে নিয়ে কথা বলেন। তার ভাষ্য, ক্যারিয়ারে যখন তুঙ্গে তখন হুট করে বিয়ে হয়ে গেল। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে বলিউডে গান করানো হবে, লতাজির সঙ্গেও গান করানো হবে। তবে বিয়ের পরে দেখি পুরো উল্টো। কোনো প্রতিশ্রুতিই রাখেনি।’
তিনি আরও বলেন, বিয়ের পর গান বন্ধ হয়ে যায় আমার। ৫ বছর আমি কোনো কাজ করিনি। সেই সময় আমার মেয়ে হয়েছে। ওই বয়সে আমি নিজেই ছোট। সে সময় আমার মেয়ের জন্ম। আমি শুধু একটি কথাই বলব, উনার উচিৎ হয়নি, একজন গানের পাখিকে অনেকগুলো কথা বলিয়ে, স্বপ্ন দেখিয়ে, সবকিছুকে রেডি করিয়ে এভাবে নিয়ে যাওয়াটা।‘
সাবেক স্বামীর কাছ থেকে ন্যূনতম সম্মানটা পাননি বলেও জানান কণ্ঠশিল্পী সালমা।