মেঘনা নদী ভাঙনে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম

নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর তীব্র ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় মেঘনা নদীর তীরে নদী ভাঙনের শিকার হাজার হাজার এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে স্থানীয়রা জানায়, বিগত তিন বছরে নদী ভাঙনে এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০টি বাজার, মসজিদ মাদ্রাসাসহ অর্ধশতাধিক বিদ্যালয় এবং কয়েক শতাধিক স্থাপনা বিলীন হয়ে যায়।

নদী ভাঙন রোধে সরকারী অর্থ বরাদ্দ হলেও ঠিকাদারের অবহেলায় অনিয়মের কারণে এখনো কাজ শুরু হয়নি।  এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অনিয়মের কারণে কোনো কাজ হয়নি। বক্তারা অবিলম্বে নদী ভাঙন রোধে সরকারী উদ্যোগের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন- চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল মাহমুদ, ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান তারেক প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh