সলিমুল্লাহ মেডিকেলে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম

জুবায়ের এলাহী। ছবি: সংগৃহীত

জুবায়ের এলাহী। ছবি: সংগৃহীত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্লাসরুমে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম জুবায়ের এলাহী। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

গ্রেপ্তার জুবায়েরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার যুবকের ভাষ্য– এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী মেডিকেল কলেজে পড়ছেন। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে অসংলগ্ন আচরণ করছেন তিনি। গ্রেপ্তার যুবকও একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছেন। কখনো ঢাকায় কখনো আবার কিশোরগঞ্জে গ্রামের বাড়ি থাকেন।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ক্লাসে এক যুবক লাঠি হাতে প্রবেশ করেন।

সে লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এই সময় গ্যালারিতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছিলেন। তারা ভয়ে গ্যালারি থেকে বের হয়ে যান। যুবকটি বিভ্রান্তের মতো এদিক-ওদিক ছোটাছুটি করে মেডিক্যাল কলেজ ত্যাগ করেন।

সূত্রটি আরো জানায়, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক অনুসন্ধান করে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবককে শনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়লে এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে।

ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh