প্যারিস হ্যাজ ফলেন

থ্রিলিং অ্যাকশনে ভরপুর কিন্তু সরল গল্পে বাঁধা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম

প্যারিস হ্যাজ ফলেন সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্যারিস হ্যাজ ফলেন সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘প্যারিস হ্যাজ ফলেন’ সিনেমাটি দারুণ অ্যাকশন, চমকপ্রদ মুহূর্ত ও শক্তিশালী অভিনয় দক্ষতা দেখানোর পরও পূর্বানুমেয় কাহিনি ও গল্পের দুর্বলতার কারণে দর্শকদের হতাশ করেছে। জনপ্রিয় ‘অলিম্পিয়াজ হ্যাজ ফলেন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা অলিম্পিয়াস হ্যাজ ফলেন (২০১৩), লন্ডন হ্যাজ ফলেন (২০১৬), এবং এঞ্জেল হ্যাজ ফলেন (২০১৯)-এর ধারাবাহিকতায় নির্মিত সিরিজের নতুন পর্ব ‘প্যারিস হ্যাজ ফলেন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌফিক জালাব, ঋতু আরিয়া, এবং শন হ্যারিস। 

প্যারিস শহরকে ঘিরে নির্মিত সিনেমার কাহিনিতে দেখা যায়, ভিনসেন্ট তালেব (তৌফিক জালাব) একজন প্রোটেকশন অফিসার হিসেবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। শহরে একটি সন্ত্রাসী হামলা ঘটে, যা পরিচালনা করে প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তা পিয়ার্স (শন হ্যারিস)। পিয়ার্স একজন এম-১৬ এজেন্ট জারা (ঋতু আর্য)-এর সঙ্গে একত্রিত হয়ে প্রতিশোধ নিতে চায়, কারণ তালেবানের হাতে বন্দি অবস্থায় তাকে অত্যাচার করা হয়েছিল, যার জন্য দায়ী ছিল ওই মন্ত্রী।

হাওয়ার্ড ওভারম্যানের তৈরি এই সিরিজে বেশ কিছু মজার ও আকর্ষণীয় মুহূর্ত থাকলেও, প্রতিশোধমূলক থ্রিলার হিসেবে গল্পের খুব বেশি নতুনত্ব নেই। বিভিন্ন দৃশ্যে পূর্বানুমান সহজেই করা যায়। যেমন একটি বইয়ের ভিতরে বন্দুক লুকানো বা একটি হিল অস্ত্র হিসেবে ব্যবহার করা। এ ধরনের প্লট টুইস্টগুলো সহজেই অনুমান করা যায় এবং এতে নতুনত্ব বলে কিছুই নেই। 

তবে ছবির অভিনয় শক্তিশালী ছিল। বিশেষ করে তৌফিক জালাব এবং শন হ্যারিস তাদের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। অ্যাকশন দৃশ্যগুলো বেশ থ্রিলিং হলেও, কাহিনির সরলতা দর্শকদের জন্য কিছুটা হতাশার কারণ হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh