কীভাবে এত জনপ্রিয়তা পেলেন হিমি

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।  তার নাটক মানেই দর্শকের কোটি কোটি ভিউ। বিশেষ করে যদি একই নাটকে হিমি ও নিলয় আলমগীর থাকেন তাহলে সে নাটক নিয়ে নতুন করে কিছু বলতে হয় না। গত দুই বছরে হিমির প্রায় সব নাটকই আলোচনায় আসে।

নিলয়ের বাইরে তাকে মোশাররফ করিমের সঙ্গেও দর্শক দারুণ ভাবে নেন। মোশাররফ করিমের সঙ্গে ‘মাথা গরম জামাই’, ‘বউয়ের দাঁত ৩২’, ‘গ্যাংস্টারের বিয়ে’সহ কয়েকটি নাটক বেশ প্রশংসা কুড়ায়।

তবে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেই হিমি বেশি কাজ করছেন। আগামীকাল প্রকাশ হবে এ জুটির ‘বেক্কল না সোজা’। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এরমধ্যে এ জুটির ‘বউ মানি না’, বংশগত জমিদার’, ‘কিস্তির স্যার’, ‘এমন জামাই চাই না’সহ আরও কয়েকটি নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

নির্মাতা ও দর্শকদের মধ্যে অনেকের মন্তব্য, সমসাময়িক অন্য অভিনেত্রীদের চেয়ে হিমি এখন অনেক এগিয়ে আছেন। এমনকি তার জনপ্রিয়তারও কমতি নেই।

হিমি কিভাবে এ জনপ্রিয়তা অর্জন করেছেন? সেটি প্রসঙ্গে তার ভাষ্য, ক্যারিয়ারের শুরুর দিকে সিরিয়াস গল্পের নাটকেই বেশি অভিনয় করেছি। সেগুলো বোদ্ধমহলে প্রশংসিত হলেও সাধারণ দর্শকের মধ্যে তেমন সাড়া ফেলতো না। এরপর নিজেকে পরিবর্তন করার জন্য কমেডি গল্পকে বেছে নিই। আমি এ ধরনের গল্পকে দর্শকের মনে দাগ কাটার মতো করেই উপস্থান করি। সে কারণে হয়তো এ সময়ে দর্শক আমার নাটকগুলো দেখছেন। এখানে আমার কো আর্টিস্ট ও নির্মাতা সকলের অবদান আছে। আর আমি জনপ্রিয়তার মাপকাঠি হিসেব করে অভিনয় করি না ‘

নিলয়-হিমি জুটির নাটকগুলো নিয়ে সমালোচনাও হয়। অনেকে বলে জুটির নাটক মানে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাধ এগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। নিয়ে হিমির মন্তব্য কী? তিনি বলেন, আমাদের নাটকে ঝগড়াঝাটি দেখানো হয়। তবে আমাদের এটাও বুঝতে হবে, দর্শক এখন দিন শেষে একটু বিনোদন চায়। আমাদের নাটকে সে বিনোদনটা পুরো থাকে। এছাড়া আমরা চেষ্টা করি প্রতিটি নাটকে কিছু নতুনত্ব রাখতে ‘

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh