অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:০৭ পিএম

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদল এখন ঢাকায়। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদল এখন ঢাকায়। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বুধবার (৩০ অক্টোবর) থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় এসেছেন। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের মধ্যে গুরুতর আহতদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ দেওয়ার জন্য ব্যাংককের ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করে। সে লক্ষ্যে ভেজথানির তিনজন ডাক্তারসহ ৬ জনের একটি টিম ঢাকায় এসেছেন।

চিকিৎসক দলটি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের দেখেছে।

এ সময় নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল ভর্তি হওয়া ৫৭ জন রোগীর সবাইকে দেখেছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হলো অপেক্ষা করা এবং তদন্তের মাধ্যমে চার সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সঙ্গে একমত।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বলেন, থাইল্যান্ড থেকে আগত চিকিৎসক দল আমাদের এখানে ৭ জন গুরুতর আহত রোগীকে দেখেছেন। চিকিৎসক দল বলেছে, বৃহস্পতিবার তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দেবেন। এ ছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh