ফারিহা জান্নাত কুয়াশা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
প্রতীকী ছবি
‘যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই’। কথাটা শুনতে যেমনই হোক, এটাই বাস্তবতা। কারণ, বিয়ে দুজন মানুষকে এক করলেও তা মূলত একটি সামাজিক স্বীকৃতি। বিয়ের প্রসঙ্গ এলেই আমাদের সমাজে এক অদ্ভুত উৎসাহ দেখা যায় পাত্রের পেশা নিয়ে আলোচনার। সে কী পেশায় আছে, কত বেতন পায়, তার সামাজিক মর্যাদা কতটুকু, এসবই যেন বিয়ের পাত্র-পাত্রীর ক্ষেত্রে মূল যোগ্যতা হিসেবে বিবেচ্য। অনেকটা হাস্যরসের সুরেই বলা হয়, বিয়ের বাজারে পেশা হলো ‘স্বপ্নের রাজকুমার’ বা ‘রাজকুমারী’ হওয়ার মাপকাঠি। তবে বিয়ের জন্য পেশার এই কদর যে শুধু সাম্প্রতিক ব্যাপার, তা নয়; বরং আমাদের সমাজে পাত্র-পাত্রীর সামাজিক মর্যাদা আর আর্থিক নিরাপত্তা সবসময়ই গুরুত্বপূর্ণ। এবার তাহলে চলুন দেখে নেই, কোন কোন পেশার প্রতি বিয়ের বাজারে রয়েছে বিশেষ চাহিদা।
সরকারি চাকরিজীবী
বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা বিশেষভাবে লক্ষণীয়। স্থায়ী চাকরি, নিশ্চিত পেনশন এবং বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা- এসব কিছুই সরকারি চাকুরিজীবীদের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি করে। বিয়ের ক্ষেত্রে অনেক পরিবারেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে সরকারি চাকরিজীবী, কারণ তারা নিরাপত্তা এবং স্থিতিশীলতার আশ্বাস পান।
ব্যাংকার
বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টর একটি চাহিদাসম্পন্ন ক্ষেত্র। ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত কর্মঘণ্টা ও চাকরির স্থায়িত্ব অনেকেই আকর্ষণীয় মনে করেন। এছাড়া ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত অর্থনৈতিক স্থিতিশীলতাও অনেক অভিভাবকের কাছে গুরুত্ব পায়।
বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানি
বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিজীবীরা, বিশেষত যাদের উচ্চ বেতন, চাহিদাপূর্ণ পেশাগত অভিজ্ঞতা এবং কৌশলী সক্ষমতা রয়েছে, বিয়ের বাজারে তাদের গুরুত্ব বাড়ছে।
ব্যবসায়ী
যদিও ব্যবসায়ীদের চাকরি নেই, তবে আর্থিক স্বচ্ছলতা ও ব্যক্তিগত স্ট্যাটাসের কারণে সফল ব্যবসায়ীরাও বিয়ের বাজারে ভালো কদর পেয়ে থাকেন। একজন সফল ব্যবসায়ী নিজস্ব সত্ত্বা ও প্রতিষ্ঠা গড়ে তুলতে সক্ষম হওয়ায় তাকে বিয়ের জন্য আকর্ষণীয় ভাবা হয়।
প্রতিরক্ষা বাহিনী
প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, বিশেষত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারা বিয়ের বাজারে বেশ উচ্চ স্থান দখল করে আছেন। তাদের প্রতিরক্ষা কাজের সাহসিকতা ও দেশপ্রেম অনেকের কাছে গভীর শ্রদ্ধার প্রতীক হয়ে দাঁড়ায়।
ডাক্তার
ডাক্তারদের প্রতি বরাবরই একটা আলাদা সম্মান এবং আস্থা রয়েছে। বিশেষ করে একজন চিকিৎসকের জীবনধারা এবং তাদের সমাজে বিশেষ স্থান থাকায় অনেক পরিবারেই ডাক্তার পাত্র-পাত্রীর প্রতি একধরনের আলাদা আকর্ষণ থাকে।
ইঞ্জিনিয়ার ও টেকনোলজি পেশাজীবী
বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির কারণে ইঞ্জিনিয়ার ও আইটি প্রফেশনালদের কদর বেড়েছে। এই পেশায় ভালো উপার্জন এবং বিদেশে চাকরির সুযোগ থাকার কারণে বিয়ের বাজারে এদের চাহিদা বেশি।
প্রবাসী পেশাজীবী
প্রবাসে বসবাসরত পাত্র বা পাত্রীরা বিয়ের বাজারে বরাবরই জনপ্রিয়। কারণ, অনেকেই প্রবাসে ভালো আয় এবং উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখেন। প্রবাসীদের পেশার ওপর নির্ভর করে তাদের কদর বাড়তে বা কমতে পারে, তবে মোটের ওপর এই ক্ষেত্রে প্রবাসীরা একটি আলাদা মর্যাদায় থাকেন।