আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৪ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৮ এএম
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে একজন ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন সরকার।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামের এক ইরানির বিরুদ্ধে এই অভিযোগ আনে। যদিও অভিযুক্ত শাকেরি এখন ইরানে অবস্থান করছেন। খবর বিবিসির।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তাঁর ছিল না।
বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাঁকে ইরানে ফেরত পাঠানো হয়।
এদিকে ইরান সরকারের কট্টর সমালোচক ইরানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে হত্যাচেষ্টার পরিকল্পনায় শাকেরিকে সহায়তার অভিযোগে নিউইয়র্কের দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তাঁরা হলেন কার্লিসল রিভেরা ও জনাথন লোডহোল্ট। শাকেরি কারাগারে থাকার সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাঁরা।
তবে শাকেরি ও ওই দুজন যাঁকে হত্যা করতে চেয়েছিলেন, তাঁকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটররা। তবে বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক আইনের সমালোচনা করতেন। তাঁকে অপহরণের চেষ্টার অভিযোগে ২০২১ সালে চারজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছিল।
২০২২ সালে তাঁর বাড়ির সামনে থেকে রাইফেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।