ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৬ এএম

আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), জলিল রানা (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)। এরমধ্যে গুরুত্বর আহত সিদ্দিক হোসেনকে যশোরে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের সাথে জড়িত দুটি পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বৃহস্পতিবার গ্রামের একটি কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য জলিল রানার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে তিনি নিজেই কোলা বাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh