বিদ্যুতের মিটার নিয়ে চোর দিয়ে গেলেন চিরকুট

লালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম

বিদ্যুতের মিটার চুরি। ছবি: লালপুর প্রতিনিধি

বিদ্যুতের মিটার চুরি। ছবি: লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে অভিনব পদ্ধতিতে বিদ্যুতের মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার চুরি করে চোর দিয়ে গেছেন চিরকুট।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) ভোরে সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিনের (৩৫) বাড়ির মিটার চুরি হয়।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে তার রাইস মিলে গিয়ে দেখেন বৈদ্যুতিক মিটারটি চুরি হয়ে গেছে। তবে মিটার বোর্ডে একটি চিরকুটে চোর একটি মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলেছেন। সেই নম্বরে যোগাযোগ করা হলে অজ্ঞাত এক ব্যক্তি মিটার ফেরত পেতে বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকা দাবি করেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এই চুরির সাথে জড়িত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রাহকদের সতর্ক থাকতে বলা হচ্ছে।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh