পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪৯ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম

পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। খবর জিও টিভি 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশনে ট্রেস আসার কিছু আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে স্টেশনে ব্যাপক ভীড় ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আরও অতিরিক্ত ডাক্তার এবং সহযোগিদের যোগদানের আহ্বান জানানো হয়েছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় জাফার এক্সপ্রেস ট্রেনটির পেশওয়ারের উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করার কথা ছিল। কিন্তু ট্রেনটি নির্দিষ্ট সময় প্লাটফর্মে আসেনি। 

এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh