ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
এবার সুযোগ হাতছাড়া করলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে: মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সুযোগ হাতছাড়া করলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।