১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম না পেয়ে লা মেরিডিয়ানে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

লা মেরিডিয়ানে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও কর্মীরা। ছবি: সংগৃহীত

লা মেরিডিয়ানে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত রেস্তোরাঁ লা মেরিডিয়ানে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম না পাওয়ায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থী ও লা মেরিডিয়ান হোটেলের নিরাপত্তাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে ১০০ টাকায় আনলিমিটেড অফারের খবর পেয়ে আইসক্রিমপ্রেমীরা শনিবার দুপুর থেকে রেস্তোরাঁর সামনে জড়ো হতে থাকেন। 

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘রাজধানীর খিলক্ষেতে অবস্থিত লা মেরিডিয়ান ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার একটি অফার দিয়েছিল। অফার অনুযায়ী আইসক্রিম প্রেমীরা হোটেলের সামনে এসে হাজির হতে থাকেন দুপুর থেকে। কিন্তু দুপুর ১টার পরপর অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও অনেক ক্রেতা আইসক্রিম পাননি। ক্রেতাদের মধ্যে একদল শিক্ষার্থীর এ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।’

তিনি বলেন, ‘রেস্তোরাঁর নিরাপত্তাকর্মী ও একদল শিক্ষার্থীর মধ্যে প্রায় এক-দেড় ঘণ্টা ধরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানতে পেরেছি।’

ওসি বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্রেতা ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের মধ্যকার এ বিষয়টি সুরাহা করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh