কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
আটক দুই ছিনতাইকারী। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউ-বাগানে ২ ছিনতাইকারী আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
গতকাল রবিবার (১০ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়েছে।
আটকরা হলো- কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার ওচমান গণির ছেলে সাকিব হোসেন রানা (২০) ও আব্দুল জলিলেল ছেলে মো: আরমান (২০)। এসময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম।
তিনি জানান, সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউ-বাগানের কাঠের ব্রিজের পাশে ওৎপেতে ছিল তারা। খবর পেয়ে পুলিশ তাদের একটি চাকুসহ আটক করতে সক্ষম হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণ-পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ-মুক্ত পর্যটন নগরী গড়ে তুলতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম।