শেরপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

আইয়ুব আলী। ছবি: শেরপুর প্রতিনিধি

আইয়ুব আলী। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় নিজ বাড়ির পাশ থেকে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার গৌড়দার ইউনিয়নের রুনিগাও গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- নিহতের একই গ্রামের বাসিন্দা মুকুল (৪৫), মহসীন (২২), জিসান (১৮) ও সেতু (২৭) ।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh