বিনোদন রিপোর্টার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
শাকিব খান। ছবি: সংগৃহীত
প্রায় চার বছর পর ঈদের বাইরে মুক্তি পেল শাকিবের সিনেমা। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দরদ’ সিনেমাটি। এরইমধ্যে অনন্য মামুন পরিচালিত সিনেমাটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটি মুক্তির আগে ‘এই ভাসাও’ শিরোনামের গানও প্রকাশ হয় ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায়।
গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ প্রশংসিত হয়। এবার প্রকাশ হলো ‘দরদ’ সিনেমার আরও একটি গান। শিরোনাম ‘এক প্রেম’। আজ বিকেল তিনটায় টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
‘এক প্রেম’ গানের দৃশ্য
সোমেশ্বর অলির কথায় এটির সুর-সংগীত পরিচালনা করেছেন আরাফাত
মেহমুদ। কণ্ঠ দিয়েছেন ইমরান। দীর্ঘদিন পর এ গানের মধ্য দিয়ে শাকিবের সিনেমার ইমরানের
গান পেল দর্শক-শ্রোতারা। এর আগে ‘প্রিয়তমা’, ‘রাজ কুমার’ ও ‘তুফান’ সিনেমায় পাওয়া যায়নি তাকে।
‘দরদ’ সিনেমাটিতে
শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের
ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
এদিকে শাকিব বর্তমানে
ভারতে তার ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করেছেন
মেহেদি হাসান হৃদয়।