বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত
সৌদি আরবের মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ। বুধবার সৌদির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠান করেন। সেই আয়োজনের মঞ্চে হাজির হন জেনিফার।
হলিউড অভিনেতা বেন
অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার
লোপেজ। এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি
লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন। অনেকই মনে করছেন, গানটি দিয়ে তিনি তার প্রাক্তনী বেন অ্যাফ্লেককেই ইঙ্গিত
করেছেন।
জেনিফার লোপেজ ছাড়াও আয়োজনে আরও ছিলেন কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি,
পপস্টার কামেলা কাবেলা, লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম ও মিসরীয় গায়ক আমর দিয়াব।