রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ বিভাগের সংঘর্ষ, আহত ৩০

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে স্টেডিয়ামের সামনে সামনে প্রথম দফায় সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় শিক্ষক-সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

সংঘর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের আক্রমণে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও আইন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান ও ক্যাম্পাস সাংবাদিক আবু ছালেহ শোয়েব আহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় স্টেডিয়ামের সামনে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আইন বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়াম চত্বর ত্যাগ করে। পরে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের হবিবুর রহমান হল মাঠ ও মার্কেটিংয়ের শিক্ষার্থীরা টুকিটাকি চত্তরে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয় এবং প্যারিস রোড প্রদক্ষিণ করে দুই পক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সংলগ্ন রাস্তায় মুখোমুখি অবস্থান নেয়।

তবে, এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মধ্যে অবস্থান নিয়ে মীমাংসার চেষ্টা চালিয়ে যায় কিন্তু রাত ৭.৪০ এর দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কাঁচের বোতল ছুড়লে ব্যাপক সংঘর্ষের শুরু হয়। 

সংঘর্ষের কয়েক মিনিটেই মার্কেটিং বিভাগের কাচের বোতল, ইট, বাঁশ ও লাঠিসোঁটার আক্রমণে আইন বিভাগের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।

তবে এ ঘটনায় এখনো বিশ্ববিদ্যালয় বা কোনো বিভাগীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh