নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম
নারায়ণগঞ্জ সদর মডেল থানা। ছবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে টাকা চুরির অপবাদ দিয়ে ছোট বাবু (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মিলন পলাতক রয়েছেন।
গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া মাঠে ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল বলেন, অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযুক্ত মিলনের স্ত্রী জোসনা জানান, বাবু ও মিলন একসঙ্গে মাদক সেবন করতেন। বাবু মিলনের কাছে ১৫০ টাকা জমা রেখেছিলেন। সেই টাকা নিতে আজ সকালে বাবু তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা সাড়ে চার হাজার টাকা চুরি করে নিয়ে যান বাবু। চুরি করা টাকা ফেরত দিতে বললে বাবু অস্বীকার করেন। এ ঘটনায় মিলন বাবুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে বাবুর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত মিলন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।