বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
ব়্যাপার বাদশা। ছবি: সংগৃহীত
মঙ্গলবার রাত সাড়ে তিনটে
নাগাদ চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ ব়্যাপার বাদশার মালিকানাধীন দুটো বারের সামনে বোমা
ছুড়ল অজ্ঞাত পরিচয় দুই বাইক আরোহী। বিস্ফোরণে
কেউ হতাহত না হলেও একটি রেস্তোরাঁর কাচ ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পাঞ্জাবি গায়কের
মালিকানাধীন ডি'ওরা
এবং সেভিলের বাইরে বিস্ফোরণগুলি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটে নাগাদ সেভিলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় দুই
অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী। প্রথম বিস্ফোরণের কোনও সিসিটিভি ফুটেজ না থাকলেও,
সেভিল থেকে মাত্র ৩০ মিটার দূরে ডি'ওরায় দ্বিতীয় ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে! দুই বাইক
আরোহিকে বোমা নিক্ষেপ করতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে,
‘রাত সাড়ে তিনটে নাগাদ একটি ফোন আসে যে এসসিও
২৩, সেক্টর
২৬-এর কাছে বিকট শব্দ হচ্ছে। পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) গাড়িটি ঘটনাস্থলে
পৌঁছে তা পরিদর্শন করে। উদ্ধার হয়েছে পাটের দড়ির টুকরো। ঘটনাস্থলে একটি ফরেনসিক
দলকে ডাকা হয়েছে এবং তদন্ত চলছে’।
এই মুহূর্তে ইন্ডিয়ান
আইডল সিজন ১৫-র বিচারকের আসনে দেখা যাচ্ছে বাদশাকে। পাক অভিনেত্রী হানিয়া আমিরের
সঙ্গে প্রেম নিয়েও চর্চায় তারকা গায়ক। যদিও সেই প্রেমকে আপতত বন্ধুত্বের নামই
দিয়েছেন গায়ক।