ববির নতুন কোষাধ্যক্ষ হলেন সেনা কর্মকর্তা

ববি প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২ (১) ধারা অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল খানকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হল।

শর্ত হিসেবে বলা হয়, কোষাধ্যক্ষ পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্যের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

কোষাধ্যক্ষ হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh