দেশের সর্বনিম্ন তাপমাত্রাতেও উষ্ণ উত্তরের পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

ছবি: পঞ্চগড় প্রতিনিধি

ছবি: পঞ্চগড় প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এই বছরও উত্তরের জেলা পঞ্চগড়ে আগাম শীত অনুভূত হওয়া শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকে। ডিসেম্বরে তাপমাত্রা কমেছে অনেকটাই।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। 

বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ৮-১২ কিলোমিটার প্রতি ঘণ্টায়। চলতি মৌসুমে এই পর্যন্ত সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

এর আগে গতকাল সকাল ৯টায় এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।

এইদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে দ্রুতই কুয়াশার আড়ালে সূর্যের দেখা মিলছে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়ছে। এর ফলে এখনো উত্তরের এই জেলায় জনজীবন স্বাভাবিক আছে। গতকাল তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

তবে বিকেলের পর তাপমাত্রা কমতে থাকলে ঠাণ্ডা বাতাসের কারণে শীত জেঁকে বসছে। সন্ধ্যার পর থেকে গরম কাপড় ছাড়া বাইরে চলাফেরা বেশ কষ্টদায়ক।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রাতে পঞ্চগড়ে শীতের প্রবণতা থাকলেও দিনের বেলা তাপমাত্রা উষ্ণ থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh