বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
যোগিতা চহ্বান-শাহরুখ ও তার দুই পুত্র আরিয়ান এবং আব্রাম। ছবি: সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখের দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খানের
ওপর ক্ষুব্ধ মারাঠি অভিনেত্রী যোগিতা চহ্বান। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার ক্ষোভ
প্রকাশ করেন।
আগামী ২০ই ডিসেম্বর বড়পর্দায় ফিরছে ‘দ্য লায়ন কিং’। এতে দেখা যাবে ‘মুফাসা’র গল্প। তাই তো সিনেমার নাম ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ছবির হিন্দি ভার্সানের কণ্ঠে খোদ শাহরুখ খান ও তার দুই ছেলে আরিয়ান-আব্রাম। তিনজনের নাম বড় অক্ষরে লিখে পোস্টারও প্রকাশ করা হয়েছে। এতেই আপত্তি মারাঠি অভিনেত্রীর।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘মুফাসা’ সিনেমার পোস্টার শেয়ার করেন যোগিতা। তাতে লেখেন, ‘শাহরুখ খানের বিষয় না হয় বোঝা গেল। কিন্তু আরিয়ান খান ও আব্রাম খানের নাম কেন বোল্ড করে লেখা? এমন কম গুরুত্ব দিয়ে মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়াস তলপড়ের মতো অভিজ্ঞ অভিনেতাদের নাম লেখা কি ভুল নয়? চলচ্চিত্র জগতে নিশ্চয়ই এদের অবদান আরিয়ান খান ও আব্রাম খানের থেকে অনেক অনেক বেশি রয়েছে।’
শাহরুখের পাশাপাশি আব্রাম ও আরিয়ানের সিনেমায় কণ্ঠ দেওয়া নিয়ে কোনও আপত্তি নেই যোগিতার। তবে দুই শাহরুখপুত্রের নাম বোল্ড করে লেখাতে তার মনে হয়েছে মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়স তলপড়ের মতো অভিনেতার সম্মান খর্ব হয়েছে। উল্লেখ্য, ছবিতে শাহরুখ মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য ভয়েস রেকর্ড করেছেন। আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে। রফিকির চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন মকরন্দ দেশপাণ্ডে। সঞ্জয় মিশ্র ও শ্রেয়স তলপড়ের কণ্ঠ শোনা যাবে পুম্বা ও টিমোন হিসেবে।