গাজায় এ পর্যন্ত ৩৩ জিম্মি মারা গেছেন: হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ এএম

জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে থাকা ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় ১৪ মাসে এসব জিম্মিরা প্রাণ হারিয়েছেন। 

গতকাল সোমবার (২ নভেম্বর) হামাসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় জিম্মি নিহতের এ সংখ্যা জানানো হয়। এতে বলা হয়, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর হঠকারিতা’ এবং তার ‘চলমান আগ্রাসনের কারণে’ গাজায় এসব জিম্মি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এএফপির হিসাবে, এতে নিহত হন ১ হাজার ২০৮ জন। বেশিরভাগই বেসামরিক মানুষ। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১ জন।

ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সর্বাত্মক যুদ্ধ এখনো চলছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত নারী–শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh