নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত

নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত

প্রাক্তন প্রেমিক এবং তার প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি।

জানা যায়, আলিয়া ফাখরি 'ইচ্ছাকৃতভাবে' প্রাক্তন প্রেমিকের বাড়ির গ্যারেজে আগুনে ধরিয়ে দেয়। সেই সময় প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস এবং তার  প্রেমিকা অ্যানাস্তেসিয়া ইটিয়েন জ্যান্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনাটি ঘটে, আমেরিকার নিউ ইয়র্কে।

পুলিশ জানিয়েছে, হিংসার বশবর্তী হয়েই এই ঘটনা ঘটিয়েছেন আলিয়া ফাখরি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলিয়া ২ নভেম্বর এডওয়ার্ড বাড়ি এসে চিৎকার করতে থাকে। আগুন ধরানোর আগে 'সবাই আজ মরবে' বলে চিৎকার করে। আলিয়ার আওয়াজ শুনে পাড়াপড়শি বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে দেখে বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। এডওয়ার্ড সেই সময় উপরের তলায় ছিলেন। এবং ঘটনার সময় ঘুমোচ্ছিলেন। আগুন দেখে এডওয়ার্ডের বর্তমান প্রেমিকা অ্যানাস্তেসিয়া তাকে সতর্ক করার জন্য ছুটে যান। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় তারা দুজনেই সেই ঘরে আটকে পড়ে। এবং অগ্নিদগ্ধ হয়ে দুজনেই মারা যায়।


নার্গিস ফাখরি ও বোন আলিয়া

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, সম্পর্কে থাকাকালীন আলিয়া এবং এডওয়ার্ডের প্রায়ই ঝামেলা লেগে থাকত। এক বছর আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ব্রেকআপের পরেও আলিয়া নানান অজুহাতে এডওয়ার্ডের সঙ্গে দেখা করত। তাকে প্রাণনাশের হুমকি দিত। ইতোমধ্যেই জেলবন্দি রয়েছেন আলিয়া। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।  তবে নার্গিসের মা তার বোনের এই ঘটনার কথা অস্বীকার করেছেন। নার্গিসের মায়ের মত, 'আমার মনে হয় না মেয়ে এইরকম কিছু করতে পারে। ও কিন্তু, সকলের প্রতি খুবই দায়িত্ববান। সকলের খেয়াল রাখে। প্রত্যেককে নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে।'

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মহম্মদ ফাখরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফাখরি চেক রিপাবলিকের নাগরিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh