রাঙ্গামাটি পৌরসভার উন্মুক্ত স্থান রক্ষার দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

উন্মুক্ত স্থান ধ্বংসের প্রতিবাদ। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

উন্মুক্ত স্থান ধ্বংসের প্রতিবাদ। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি পৌরসভার সামনে ফুলের বাগানের নামে উন্মুক্ত স্থান ধ্বংসের প্রতিবাদে জেলা শহরে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় দিকে রাঙ্গামাটি পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ও সমাজকর্মী মো. ওমর ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, এই পৌর মাঠ আমাদের প্রাণের মাঠ, পৌর এলাকার ৭নং ওয়ার্ডে আর কোনো মাঠ নেই। তাই এই পৌর মাঠে এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলা করে। সম্প্রতি ফুলের বাগান করার নামে এই মাঠ দখল করার ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় বক্তারা এক সপ্তাহের মধ্যে যদি বাগান সম্প্রসারণ কাজ বন্ধ করা না হয়; তা হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh