সীমান্তে সতর্ক ও প্রস্তুত বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

সীমান্তে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

সীমান্তে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

যেকোনো ধরণের অনাকাঙ্খিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপতৎপরতা এড়াতে বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। 

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত ও সতর্ক রয়েছে।

বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে এই সতর্কতা জারি করে সকল ইউনিটকে বার্তা পাঠিয়েছে। এর প্রেক্ষিতে সারাদেশের সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

এদিকে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh