ইউক্রেনকে আরও ৭২৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আলোচনা জোরালো হচ্ছে। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আলোচনা জোরালো হচ্ছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তা হিসেবে ৭২ কোটি ৫০ লাখ ডলারের দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (২ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে  যুক্তরাষ্ট্রের সরকার। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ প্যাকেজে থাকা অস্ত্রের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, রকেট সিস্টেম ও আর্টিলারি এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র।

গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এই বিধান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঘোষণার সংস্করণে জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের স্টক থেকে পূর্বে প্রয়োগ করা প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির অধীনে অস্ত্রগুলো সরবরাহ করা হবে।

শীতের আগেই ইউক্রেনের শহরগুলোয় বিমান হামলা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে রাশিয়া। একইসঙ্গে যুদ্ধে অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে ১০ হাজারের বেশি সেনাও পেয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কূটতিক মহলে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনা জোরালো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh