নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত
ভারতে বাংলাদেশ মিশনে গতকাল সোমবারের হামলার পর ঢাকায় ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত (৩ ডিসেম্বর) থেকেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ হাইকমিশনের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ।
তিনি সাংবাদিকদের বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছিল। এ অবস্থায় দূতাবাস এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা দেখা গেছে।
পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা চৌকিগুলো সক্রিয় করা হয়েছে। যদিও এসব নিরাপত্তা ব্যবস্থা পূর্ব থেকেই বিদ্যমান, তবে বর্তমানে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।