উদয়পদ্ম

আখতারুজ্জামান চৌধুরী

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ এএম

চিরসবুজ বৃক্ষ উদয়পদ্ম। ছবি: সংগৃহীত

চিরসবুজ বৃক্ষ উদয়পদ্ম। ছবি: সংগৃহীত

উদয়পদ্ম বৃক্ষের ইংরেজি নাম- Lili Tree। আর বৈজ্ঞানিক নাম- Magnolia grandiflora L.

পরিচিতি: ছোট থেকে মাঝারি আকারের চিরসবুজ বৃক্ষ, ১০-১৫ মিটার উঁচু হয়। পাতা সরল, ডিম্বাকার, ১৫-২০ সেন্টিমিটার লম্বা এবং ৭-১২ সেন্টিমিটার চওড়া, চক্চকে সবুজ। বেশ বড় আকারের ফুল, পাপড়ির সংখ্যা ৮-১০টি, সাদা, দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ফল ডিম্বাকার, উজ্জ্বল লাল। ফুল-ফল ধারণ: এপ্রিল-অক্টোবর।

আবাসস্থল: শুষ্ক পাহাড়ি এলাকা।

অভ্যন্তরীণ বিস্তৃতি: দেশের বিভিন্ন এলাকায় শখের বাগান বা নগরোদ্যানে দেখা যায়।

বংশবিস্তার: দাবা কলম ও শাখা কলমের সাহায্যে।

বহির্বিশ্বে বিস্তৃতি: আদিনিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল। পূর্ব হিমালয় থেকে চীনের দক্ষিণাংশসহ এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বিস্তৃত। 

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: পাতা চূর্ণ দন্তশূলে উপকারী। ম্যালেরিয়া ও বাতজ্বর চিকিৎসায় ব্যবহৃত হয়। মৃদু কামোদ্দীপক।

বর্তমান অবস্থা: সংকটাপন্ন নয়।

সংরক্ষণ প্রস্তাবনা: শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে বিস্তার করা যেতে পারে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh