কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ এএম
আটককৃত অপহরণ চক্রের সদস্য। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর মুক্তিপণ নিতে আসা এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকায় মুক্তিপণ নিতে আসা মোহাম্মদ শফি নামে একজনকে আটক করেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। আটককৃত মোহাম্মদ শফি উত্তর লম্বরীপাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে।
অপহরণের শিকার জামাল হোসেন হ্নীলা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফের ছেলে।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দস্তগীর হোসেন।
তিনি জানান, অপরাধীকে আটকের পর অপহরণের শিকার জামাল হোসেনকে গহীন পাহাড়ে বন্দী অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে জামালকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র, এরপর পরিবারের কাছ থেকে অপহরণের টাকা নিতে আসলে শফি নামে এক অপহরণকারীকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা দস্তগীর বলেন, পাহাড়ে অপহরণ চক্রের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ আছি। আটককৃত অপহরণকারীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।